সাগর চৌধুরী, পিরোজপুর প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামায়াতে ইসলামী পিরোজপুর শাখার উদ্যোগে জেলা শহরে গত বৃহস্পতিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদর হাসপাতালের সম্মুখে এলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিল থেকে পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড জামায়াত এর সভাপতি সিরাজুল ইসলাম (৩২) ও কর্মী তারিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। সদর থানার এস আই আসাদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত আগের একটি মামলা রয়েছে। সে মামলায় শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে। তবে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে নতুন করে কোন মামলা হয়নি বলেও জানান তিনি।