আমিরুল ইসলাম, রংপুর: রংপুর পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের ছিদাম বাজারে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়াদ্বয়ের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শুক্রবার রাত ৮ টায় ছিদাম বাজার ক্রিকেটপ্রেমী’র ব্যানারে এনামুল ও বিপ্লব চ্যাটার্জীর নেতৃত্বে বিক্ষুব্ধ সাধারন জনতা ও নানা শ্রেণী-পেশার মানুষ বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচী পালন করে। এসময় বিক্ষুব্ধ ছিদামবাসী “ইংরেজ আম্পায়ারের দুই গালে, জুতা মারো তালে তালে” শ্লোগানে বিক্ষোভ মিছিল করে এবং আম্পায়ার আলিমদার ও ইয়ান গোল্ডের কুশপুত্তলিকা দাহ করে । এছাড়াও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে অবিলম্বে আম্পায়ারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।