গত ৬ নভেম্বর পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ফরিদপুরে যোগদান করে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছিলেন ফরিদপুর থেকে তিনি মাদক ,নারী শিশু নির্যাতন ও সন্ত্রাস নির্মুল করবেন। যোগদানের ৩ মাস পর ৬ ফেব্রুয়ারী তিনি সাংবাদিকদের সাথে আবার বসে তার কাজের বিবরন দিলেন। এ সময় তিনি জানান এ তিন মাসে ৩৪২টি মাদক মামলা হয়েছে ,৩৯২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে, ১৮৮৮৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে ,৮৮২ বোতল ফেনসিডিল ও ১৩ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও এ সময় ২১ জন ডাকাত আটক করেছে পুলিশ। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন আপনাদের সাহায্য নিয়ে আগামী ৩ মাসে ফরিদপুরকে আমরা মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত শহরে পরিনত করার চেষ্টা করব।এ সময় মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন সাংবাদিক নাজিম বকাউল ,পান্না বালা , আহম্মদ ফিরোজ, হারুন আনসারী, হাসানুজ্জামান প্রমুখ।সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিকুল , সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল।