পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

সোমবার আলাস্কার ‘কোডিয়াক লঞ্চ কমপ্লেক্স’ থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের চার সেকেন্ডের মাথায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এই মারণাস্ত্র বিধ্বস্ত হয় বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মাক ৫, বা ঘণ্টায় সাড়ে তিন হাজার মাইল গতির এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে ‘হাইপারসনিক উইপন’, যা যুক্তরাষ্ট্রের ‘অতি গোপনীয়’ একটি প্রকল্প।

পেন্টাগনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উৎক্ষেপণের সময় ত্রুটি ধরা পড়ায় কর্তৃপক্ষ ‘জননিরাপত্তার কথা বিবেচনা করে’ মিশন স্থগিত করে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাওরিন শ্যুমান বলেন, উৎক্ষেপণের পরপরই ত্রুটি ধরা পড়লে সেটিতে বিস্ফোরণ ঘটানো হয় এবং ক্ষেপণাস্ত্রটি লঞ্চ কমপ্লেক্স এলাকায় বিধ্বস্ত হয়।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে তিনি দাবি করলেও কোডিয়াক শহর থেকে ২৫ মাইল দূরে ওই কমপ্লেক্সের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- সে বিষয়ে কিছু বলেননি।

উৎক্ষেপণের সময় পরীক্ষামূলক ওই ক্ষেপণান্ত্রে কোনো ‘ওয়ারহেড’ ছিল না বলেও দাবি করেছেন শ্যুমান।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, কোডিয়াকের স্থানীয় সাংবাদিক স্কট ভিট মাইল দশেক দূরের কেপ গ্রেভিলে এলাকা থেকে ওই বিস্ফোরণ দেখতে পান।

Comments (0)
Add Comment