বিনোদন ডেস্ক:
কিছুদিন আগে দীপিকা পাড়–কোনের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির ‘লাভলি’ গানের একঝলক প্রকাশিত হয়েছিলো। দীপিকার সেই একঝলকের অঙ্গিভঙ্গি দেখেই হাজারো ভক্তদের মনে তুফান উঠেছিলো। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো সবার। প্রকাশিত হলো ‘লাভলি’ গানটির ভিডিও। গানের নাচে ও অভিনেত্রীর আবেদনময়ী ভঙ্গিতে ভরপুর গানটি। ছবিতে মোহিনী চরিত্রে অভিনয় করছেন দীপিকা। ২ মিনিট ১৭ সেকেন্ডের এ গানের শুরুতে দর্শকদের মোহিনী মোহিনী ধ্বনি শুনে মাধুরী দিক্ষিতের ‘এক দো তিন’ গানের কথা মনে করিয়ে দেবে। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে দীপিকার সহ শিল্পীরা হলেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ ও ভিভান শাহ। ছবিটি মুক্তি পাবে ২৪ অক্টোবর। এদিকে ছবির প্রচারণার জন্য বিশ্বব্যাপী ‘স্লাম দ্য ট্যুর’ শো আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে যাচ্ছে। এই শো উপলক্ষে রাম সাম্পাথের সঙ্গীত পরিচালনায় তৈরি হয়েছে একটি বিশেষ মিউজিক ট্র্যাক।