বিনোদন ডেস্ক:
রিচি এবং সাদিয়া ইসলাম মৌ এখন নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন। কিন্তু তাদের দুজনকে এক নাটকে দেখা যায় না। আসছে ঈদের একটি নাটকে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা। ’ডেড লাইন’ নামে ঈদ ধারাবাহিক নাটকে ইসাবেলা চরিত্রে দেখা যাবে রিচিকে আর ফ্লোরা চরিত্রে মৌকে। আরো একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত। বর্তমানে নাটকটির শুটিং চলছে ঢাকার বিভিন্ন জায়গায়। নাটকটি নির্মাণ করছেন গোলাম সোহরাব দোদুল। আসছে ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে।