প্রথম দুই ওয়ানডেতেই থাকছেনা আজমল


স্পোর্টস ডেস্ক:
পরাজয়ের গণ্ডি পেরিয়ে জয়ে ফেরাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টেস্টে হোয়াইট ওয়াশ হওয়া মিসবাহ বাহিনীর কাছে। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই থাকছেন না তাদের সেরা স্পিন অস্ত্র সাঈদ আজমল। সন্দেহ জনক বোলিং অ্যাকশনই বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান দল যখন জয়ে ফেরার জন্য লড়াই করবে আজমল তখন বোলিং অ্যাকশন পরীক্ষা করার উদ্দ্যেশে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন। ৩৬ বছর বয়সী এই স্পিনার কলোম্বো থেকে ব্রিসবেনে যাবেন বোলিং অ্যাকশন যাচাই বাছাই করার জন্য। অগাস্টের ২৩ তারিখ তাকে সেখানে উপস্থিত থাকতে হচ্ছে। আর একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে মাঠে নামবে তার দল। আর এই পরীক্ষা নিরীক্ষায় যদি বেশি সময় নেয়া হয় তা হলে আজমলকে দ্বিতীয় টেস্টেও পাবে না দল। এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ২০০৯ সালে বোলিং অ্যাকশনের জন্য অনুবীক্ষণ যন্ত্রের নীচে পরতে হয়েছিল তাকে। সেবার অস্ট্রেলিয়ার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি সবুজ সংঙ্কেত পান সবার কাছ থেকে। সেবারের পর আবারও অনুবীক্ষণ যন্ত্রের নীচে আজমল। দেখার বিষয় এবার কী ঘটে পাকিস্তানী ঘূর্ণি জাদুকরের কপালে।

Comments (0)
Add Comment