প্রথম শহীদ মিনারের ভাগ্যে জোটেনি একটিও ফুল

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলীমউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সর্ব প্রথম নির্মিত শহীদ মিনারে এ বছর একটি ও ফুল শহীদদের স্মরণে দেওয়া হয়নি। সারাদেশে যখন ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মর্যাদা অক্ষুন্ন রাখতে যখন জাতি ব্যস্ত সময় কাটাচ্ছে তখন নির্বাক চিত্তে তাকিয়ে আছে শহীদ মিনারটি। কখন একটি হলেও ফুল দিতে আসবে স্কুল কর্তৃপক্ষের লোকজন। শহীদ মিনারের মুখে ফুটে উঠবে একটু হাসি। শেষ পর্যন্ত নিরাশ হতে হলো তাকে। একটিও ফুল কেউ দিতে আসেনি। এনিয়ে এলাকাবাসি ক্ষুব্ধ। প্রধান শিক্ষকের দেশ প্রেম নিয়ে প্রশ্ন উঠেছে। এটি অযতেœ থাকে সব সময়। অবহেলায় পড়ে থাকে। হরিভাজন স¤প্রদায়ের লোকজন শুয়ে থাকে, কুকুর বসে থাকে শহীদ মিনারের পাদদেশে। ময়লা নোংরা কাপড় চোপড় শুকানো হয় এখানে। প্রধান শিক্ষক শাহ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ না করে বারংবার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এলাকাবাসি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

Comments (0)
Add Comment