প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে ওমর সুলতান ফাউন্ডেশন

চট্টগ্রাম ব্যুরো: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে শীতার্ত অসহায়, দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে ওমর সুলতান ফাউন্ডেশন পল্লী। তারা সারা চন্দনাইশের সবকটি ইউনিয়নের পর গতকাল ৬ ফেব্রæয়ারি চন্দনাইশ পৌরসভার সবকটি ওয়ার্ডে সহস্রাধিক অসহায়, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এ ধারাবাহিকতাকে অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে “মানুষ মানুষের জন্য” স্লোগানকে সামনে রেখে অসহায়, হতদরিদ্র পৌরবাসীর কাছে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক সভা পৌর মেয়র আলহাজ্ব মাহবুল আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সনজীদা শরমিন, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু কাউসার, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহেদুর রহমান সোহেল, যুবলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, কাজী ইমরানুল হক চৌধুরী। ছাত্রলীগ নেতা হামিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আ’লীগ নেতা সাখাওয়াত হোসেন শিবলী, প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী বাচা, কাউন্সিলর যথাক্রমে অজয় দত্ত, নাছির উদ্দিন, আলহাজ্ব শাহ আলম, মো. শাহাদত হোসেন খোকন, মোজাম্মেল হক চৌধুরী, খোরশেদুল আলম সবুজ প্রমুখ। এ সময় ওমর সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালক মো. নজরুল ইসলাম চলতি বছরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অসহায়, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

Comments (0)
Add Comment