রবিবার রাতে গণভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কৃতদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
হ্যান্ডবল, সাঁতার, হকি, ক্রিকেট, স্যুটিং, ব্যাডমিন্টন, ভারোত্তলন, ভলিবল, ফুটবল, গলফ, আর্চারি, স্পেশাল অলিম্পিক, দাবা, রোলার স্ক্যাটিং, বধির খেলোয়াড়- এ মোট ১৫টি নারী-পুরুষ এবং বয়সভিত্তিক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।