রংপুর মহানগর:
রংপুরে প্রাইম ব্যাংকের সহযোগিতায় ঝগএ গ্র“প কর্তৃক প্রতারিতরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল ২৪আগস্ট রবিবার বেলা ১২টার দিকে রংপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি, আলতাব হোসেন, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, মহানগর দোকান মালিক সমিতির চেয়ারম্যান কাজী মো. জুন্নুন, রংপুর জেলা রিচার্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আলী, আকরাম হোসেন চমন প্রমুখ। তারা বলেন, ৭ দিনের মধ্যে রংপুর প্রাইম ব্যাংককে রংপুরের প্রতারিত ব্যবসায়ীদের জবাব না দিলে রংপুরবাসীর প্রাইম ব্যাংক বর্জনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।