সালমান খান ইতোমধ্যেই একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সেটা যে লুলিয়াকে নিয়েই থাকার জন্য এতে কোন সন্দেহ নেই বলে মনে করছে সর্বক্ষণ সালমানের পেছনে লেগে থাকা মিডিয়া। সেই অ্যাপার্টমেন্ট সাজানোর কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিজ ম্যাগাজিন স্টারডাস্ট। তবে কী বিয়ের প্রস্তুতি নিতেই নিজের বাড়ি ছাড়ছেন বলিউডের সুলতান?
শাহরুখ, আমিরের মতই বিপুল সম্পদের মালিক সালমান ও তার পরিবার। এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাদের অনেক স্মৃতি। তাই সালমান ছেড়ে গেলেও অ্যাপার্টমেন্টটি কখনও বিক্রি করা হবে না বলেই জানিয়েছেন সালমানের ঘনিষ্ঠজনেরা।