ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ফরিদপুর ব্যুরো প্রধান, মোঃ খালেদুর রহমান ঃ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১০টায় ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা মহিলা পরিষদ, ফরিদপুর এলজিইডির কর্মকর্তাবৃন্দ, ব্র্যাকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। র‌্যালী শেষে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতানা আক্তারের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আব্দুর রশীদ, প্রফেসর হাসিনা বানু , সহকারী পুলিশ সুপার এ কে এম মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক পান্না বালা, সাহানা আক্তার আলোচনায় অংশ নেন।

Comments (0)
Add Comment