মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ ফরিদপুরে মেলায় হাউজি খেলার অপরাধে ৮ ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮ এর একটি অভিযানিক দল পরে এদেরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে কোতয়ালী থানার কানাইপুর ইউনিয়নের ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে। র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ এপ্রিল বুধবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় একটি চক্র হাউজি খেলা পরিবেশন করে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক জনাব শেখ বিল্লাল হোসেন এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় উল্লে¬খিত স্থানে অবস্থানরত আসামী ১। ওহাব শেখ (৫০), পিতাঃ আলালদ্দিন শেখ, সাং-রামখন্ড, ২। মোঃ রাব্বী শেখ (১৯), পিতাঃ মোঃ কামাল, সাং-খাসকান্দি, ৩। সেন্টু শেখ (২৭), পিতাঃ মোঃ বাবুল শেখ, সাং-কাশিমাবাদ, ৪। আনোয়ার ব্যাপারী (২৩), পিতাঃ জামাল ব্যাপারী, সাং-উত্তর চটপাখোলা, ৫। টিটু ব্যাপারী (১৯), পিতাঃ মোফাজ্জেল ব্যাপারী, সাং-হোগলাকান্দি, সকলের থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর, ৬। রনি মিয়া (১৯), পিতাঃ মুরাদ শেখ, সাং গোয়ালপাড়া, ৭। মজনু শেখ (৩৫), পিতাঃ জলিল শেখ, সাং-আটঘর এবং ৮। মোঃ টিটুন শেখ (১৯), পিতাঃ ইনছু শেখ, সাং-গোয়ালপাড়া, সকলের থানাঃ সালথা, জেলাঃ ফরিদপুরদেরকে আটক করে। আটককৃত আসামীরা অপরাধ স¦ীকার করায় বিজ্ঞ ম্যাজিষ্টেট তাৎক্ষনিক ভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ধৃত আসামীদের প্রত্যেককে বঙগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ০৪ ধারা মোতাবেক ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।