ফিজিতে সাইক্লোনে মৃতের সংখ্যা বেড়ে ৪২

আন্তর্জাতিক ডেস্ক: ফিজিতে সুপার সাইক্লোনের আঘাতে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছে গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।সরকারের মুখপাত্র ড্যান গাভিডি টুইটারে জানান, ‘এখন পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ফিজির ৪২ নাগরিক মারা গেছে। দুর্যোগ কর্মকর্তারা ফিজির বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকারী দল পাঠাচ্ছেন।’
রেডক্রসের প্রশান্ত মহাসাগরীয় শাখার ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আহমেদ সামি বলেন, প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান এসেছে। সেখান থেকে আরো হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, ‘দুর্যোগের কারণে যেসব স্থানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেসব স্থানে পুনরায় যোগাযোগ স্থাপিত হলে ও সেখানকার আরো খবর পাওয়া গেলে মৃতের সংখ্যা আরো বাড়বে।’
শনিবার রাতে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত দেশটিতে শক্তিশালী সাইক্লোন উইন্সটন ঘন্টায় ৩২৫ কিলোমিটার গতিতে আঘাত হেনে ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে যায়।
দেশটির প্রধান দ্বীপ ভিতি লেভুতে মানবিক সহায়তাকারী ত্রাণ পৌঁছাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এখানকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে উদ্ধার ও ত্রাণ কর্মীরা এখনো পৌঁছতে পারেনি। প্রধানমন্ত্রী ভোরেকে বাইনিমারামা মঙ্গলবার এই সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি ধৈর্য্য ধরার জন্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Comments (0)
Add Comment