ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে শীর্ষে জার্মানি, পিছিয়েছে বাংলাদেশ

 

 

 

 

 

 

 

 

 

 

 

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অপরিবর্তিত রয়েছে শীর্ষ ছয়ে থাকা ফুটবল জায়ান্টরা। সাত নম্বরে অবস্থান করছে বিশ্বকাপে ব্যর্থতার পরিচয় দেওয়া স্পেন। একধাপ এগিয়ে তারা ১২৪১ রেটিং পয়েন্ট অর্জন করেছে। শীর্ষে থাকা জামার্নির রেটিং পয়েন্ট ১৭৩৬। ব্রাজিলে বিশ্ব সেরার মুকুট পড়ার পর দীর্ঘ ২০ বছর পর ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ফেরে জোয়াকিম লো’র শিষ্যরা। র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের অর্জিত রেটিং পয়েন্ট ১৬০৪। ১৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে বিশ্বমঞ্চ শেষ করা নেদারল্যান্ডস রয়েছে তিনে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে এ তালিকার আটে। তবে, স্প্যানিসদের সমান রেটিং পয়েন্ট থাকায় সেলেকাওদের ধরা হচ্ছে যৌথভাবে সপ্তম। শীর্ষ চারে রয়েছে কলম্বিয়া। তাদের অর্জিত রেটিং পয়েন্ট ১৪৯৫। স্পেনের উপরে শীর্ষ ছয়ে রয়েছে উরুগুয়ে। উরুগুয়াইনদের অর্জন ১৩১৬ রেটিং পয়েন্ট। ১৪০৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে রয়েছে বেলজিয়াম। সর্বশেষ প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭০তম। লাল-সবুজদের অর্জিত রেটিং পয়েন্ট ৮৭। সাত ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

Comments (0)
Add Comment