ফিলিস্তিন ও ইসরাইল সহিংসতা শুরু হবার আভাস দিল বিশ্বব্যাংক

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এবং বিশ্ব ব্যাংক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজা উপত্যকা পুনর্গঠনে পর্যাপ্ত তহবিলের অভাবে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে আবারো সহিংসতা শুরু হতে পারে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতি চাঙ্গা এবং বাণিজ্য পরিবেশ উন্নয়নে অবিলম্বে পদক্ষেপ নেয়া না হলে সাম্প্রতিক বছরগুলোতে যে সব সহিংসতা দেখা দিয়েছে তা আবার ফিরে আসতে পারে এবং এ সব সহিংসতা গাজার জন্য পরিষ্কার বিপদ হয়ে দেখা দেবে।

গাজা উপত্যকার ওপরে ইহুদিবাদী ইসরাইলের চাপিয়ে দেয়া সাত বছরের অবরোধ শিথিল করার জন্য আইএমএফের প্রতিবেদনে আন্তর্জাতিক তৎপরতার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া, গাজা যুদ্ধে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করাও কঠিন বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, গাজা পুনর্গঠনের জন্য জাতিসংঘ এবং ফিলিস্তিন সরকার ৫৫ কোটি ১০ লাখ ডলারের মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে। আগামী ১২ অক্টোবর গাজা নিয়ে কায়রোয় অনুষ্ঠেয়  দাতাদের সম্মেলনের আগে এ আহ্বান জানানো হলো।

Comments (0)
Add Comment