ফেদেরার, শারাপোভা ও সেরেনার জয়

s-1
স্পোর্টস ডেস্ক:
সিনসিনাটি টেনিসে সেমি ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার, রাশিয়ার মারিয়া শারাপোভা ও যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ছেলেদের বাছাইয়ে ফেদেরার হারান অ্যান্ডি মারেকে। ৬-৩, ৭-৫ সেটে মারেকে হারিয়ে ফেদেরার সেমিফাইনালের পথে এগিয়ে গেলেন। কানাডার মিলোস রাওনিকের বিপক্ষে লড়তে হবে ফেদেরারকে। এর আগে স্পেনের টমি রবরেদোর কাছে ৭-৬ (৮/৬) ও ৭-৫ সেটে তৃতীয় রাউন্ডের ম্যাচ হেরে টুর্নামেন্টে থেকে বিদায় নেন টেনিসের আরেক তারকা জকোভিচ। এদিকে মেয়েদের এককে জয় পেয়েছেন পাঁচটি র্গ্যান্ড ¯¬াম জয়ী শারাপোভা। ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে রাশিয়ান সুন্দরী হারিয়েছেন রোমানিয়ার সিমোনা হালেপকে। অন্যদিকে, সেরেনা উইলিয়ামস মাত্র ৫৮ মিনিটেই জয় পান জেলেনা জানকোভিচের বিপক্ষে। ৬-১, ৬-৩ সেটের সহজ জয় পান তিনি।

Comments (0)
Add Comment