ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার দূগাপুর ইউনিয়নের দেওগ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুর ১টার দিকে দেওগ্রামের মো. ওসির ফকির( ৬০)এর ছেলে মো. সেকেন্দার (৩৫) তার বাবার সাথে পারিবারিক দন্দের জের ধরে তার পিতার সঙ্গে অসালিন ভাষায় গালিগালাজ করে এবং চর কিল ঘুষি মেরেও ক্ষান্ত হয়নি। এ সময় ঘর থেকে ধারাল চুকু এনে তার পিতার পেটে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায় এ সময় স্থানীয়রা ওসির ফকিরকে উদ্ধার করে স্থানিয় ক্লিনিকে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভতী করা হয়। এবিষয়ে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় ছেলে সেকেন্দার কাছু দিন যাবৎ বাড়ির সবার সঙ্গে খারাপ আচারন করছেন। সে মানসিক সমস্যায় ভুগছেন কিনা তা খতিয়ে দেখা দরকার। তবে তাকে আইনের হাতে তুলে দেবেন বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে। এঘটোনায় ওই এলাকাটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।