বন্যার্তদের পাশে চিত্রনায়িকা বুবলী

ভারত থেকে প্রবাহিত পানি এবং টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বাংলাদেশের ১১ জেলা বিপর্যস্ত। এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অংশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীও এ অভিযানে যোগ দিয়েছেন।

নোয়াখালী এলাকায় সশরীরে গিয়ে ত্রাণ বিতরণ করেন বুবলী। এর পর তিনি ত্রাণ বিতরণের ভিডিও ফেসবুকে শেয়ার করেন। ক্যাপশনে বুবলী উল্লেখ করেছেন, বন্যার্ত মানুষের কষ্ট দেখে তার হৃদয় আরও বেশি ব্যথিত হয়েছে। তিনি বলেন, “আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছে থাকতে, কারণ এটি আমার মানসিক শান্তির উৎস।”

বুবলী আরও জানিয়েছেন, ঢাকায় বন্যার্তদের জন্য প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে। তবে এসব উপহার সঠিক জায়গায় পৌঁছানো এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

অভিনেত্রী শেষের দিকে সবাইকে আহ্বান জানিয়েছেন যেন বন্যার্তদের প্রাপ্য উপহার সামগ্রী যথাযথভাবে পৌঁছে দেওয়া হয় এবং সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

Comments (0)
Add Comment