বাংলাদেশের ৮৭তম অস্কারে ‘জোনাকির আলো’


বিনোদন ডেস্ক:
৮৭তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘জোনাকির আলো’। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত এ ছবিটি বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। ২৫ সেপ্টেম্বর দুপুরে অস্কার বাংলাদেশ কমিটি এমন ঘোষণা দেয়। ঘোষণা শোনার পরপরই কথা হয় বিদ্যা সিনহা মিমের সঙ্গে। ছবিটিতে অভিনয় করেছেন তিনি। মিম বলেন, ‘আমার অভিনীত ছবি অস্কারে যাচ্ছে! নিঃসন্দেহে খবরটা আমার জন্য আনন্দের। ছবিটি নিয়ে শুরু থেকেই আমি আশাবাদী ছিলাম। একে একে সেসব প্রত্যাশা পূরণ হচ্ছে।’ মিম ছাড়াও ‘জোনাকির আলো’য় আরও আছেন ইমন, কল্যাণ কোরাইয়া, দিতি, তারিক আনাম খান, শামস সুমন, গাজী রাকায়েত প্রমুখ। এর আগে মুম্বাই, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ছবিটি। ৮৭তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শাসম জানান, প্রতি বছরের মতো বাছাই কমিটি এবারও অস্কারে পাঠানোর জন্য চলচ্চিত্র আহবান করে। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২৪ সেপ্টেম্বর। জমা পড়েছিলো মাত্র একটি ছবি। আর এ ছবিকে বাংলাদেশ থেকে অস্কারে প্রতিনিধিত্ব করার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Comments (0)
Add Comment