বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষক বিমান আজ কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে।

বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের প্রশিক্ষণ শেষে অবতরণের সময় বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। জরুরি অবতরণের আগে বিমানের নিচের অংশে আগুন ধরে যায় এবং বিধ্বস্ত হয়। পাইলটরা নিরাপদে আছেন

বিধ্বস্ত বিমানটি ইয়াকোভলেভ ইয়াক-১৩০ মডেলের।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার স্পষ্ট কারণ জানা যায়নি। তবে সূত্র বলছে, জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানের নিচের অংশে আগুন ধরে যায়।

এক ভিডিওতে দেখা গেছে, উড়ন্ত অবস্থায় আগুন দ্রুত ছড়িয়ে গেলে বিমানটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ার আগে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়।

Comments (0)
Add Comment