বাগেরহাটে আ’লীগ নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে মোজাম্মেল হোসেন ওরফে মোজাম সিকদার (৫৩) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহ ভাজন হিসেবে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল থেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের গফুর তালুকদারের ছেলে কাদের তালুকদার (৫৫), একই গ্রামের সোহরাব হোসেন মৃধার ছেলে রেজাউল করিম মৃধা (২৮) ও আসমত আলী মৃধার ছেলে শাহজাহান মৃধা (৫৪)। বুধবার রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। গতকাল দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মোজাম্মেল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। নিহতের বড় ছেলে হাসান সিকদার জানান, ৮০ একর জমি নিয়ে তার বাবা মোজাম্মেল হোসেনের সঙ্গে আট বছর ধরে প্রতিবেশি শাহজাহান, রেজাউলসহ বেশ কয়েকজনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। বাবা মৃত্যুর আগে পাঁচজনের নাম বলে গেছে বলেও জানান তিনি। এ হত্যাকাণ্ডের ব্যাপারে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান দুপুরে জানান, নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments (0)
Add Comment