বাগেরহাটে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা শুরু

kabir 1বাগেরহাট প্রতিনিধি : ‘দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা।শনিবার সকালে বাগেরহাট কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য

ডা. মোজাম্মেল হোসন ও বাগেরহট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রসাশক মো: জাহাংগীর আলম এর সভাতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসন ও বাগেরহট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, পুলিশ সুপারÂ নিজামুল হক মোল্যা, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুন অর রশিদ মজুমদার প্রমুখ। বৃক্ষ মেলায় ৩৬ টি ষ্টলে বিভিন্ন প্রায় শতাধিক প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের প্রদর্শনী করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment