বার্সেলোনার সঙ্গে আজীবন চুক্তির সুযোগ মেসির: বার্তোমেউ

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ বলেছেন, বার্সেলোনার সঙ্গে ‘আজীবন চুক্তি’ করার সুযোগ রয়েছে লিওনেল মেসির। এখন বিষয়টি এই ফুটবল সুপার স্টারের ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি ক্লাবটিতে যতদিন থাকতে চাইবেন ততদিনই থাকতে পারবেন।
মেসির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুন মাসে শেষ হয়ে যাবে। বার্সার এই তারকা ফুটবলারের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হতে মুখিয়ে আছেন বার্তোমেউ। অচিরেই ২৯ বছর বয়সী এই ফুটবল সুপার স্টারের সঙ্গে চুক্তি বিষয়ক আলোচনা শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, তবে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য পুরোপুরি স্বাধীনতা পাচ্ছেন মেসি।
ইএসপিএন এফসি’কে বার্তোমেউ বলেন, ‘যতদিন চাইবেন ততদিনই মেসি বার্সেলোনায় থাকতে পারবেন। বিশ্ব ফুটবল ইতিহাসের সবার সেরা মেসি, যিনি আমাদের হয়ে খেলে যাচ্ছেন। ফুটবলের জন্য তিনি খুবই গুরুত্বপুর্ন। আমরা খুবই খুশি যে, ক্লাবের জন্যও তিনি অপরিহার্য। ভক্তদের কাছে এবং ফুটবলের জন্যও তিনি খুবই গুরুত্বপূর্ণ।’
বার্সা সভাপতি বলেন,‘ আগামী মাসে অবশ্যই আমরা তার সঙ্গে আলোচনায় বসব। তিনি নিজেও জানেন যে, তার কাছে আজীবনের চুক্তি সুযোগ রয়েছে। তার ক্ষেত্রে এখানে কোনো সীমা নেই। এটা মেসিই নির্ধারণ করবেন এবং এই মুহূর্তে তার বয়স ২৯ বছর। প্রতিতিভাবান, উচ্চাকাঙখী এবং আরো অনেক বছর খেলা চালিয়ে যাবার মত নিখুঁত অবস্থাতেই আছেন তিনি। মেসি যে বার্সেলোনার হয়েই খেলা চালিয়ে যাবেন তাতে কোন সন্দেহ নেই। এখন আগামী মাসে তা (নতুন চুক্তি) সম্পন্ন করার কথা ভাবছি আমরা।’

Comments (0)
Add Comment