স্পোর্টস ডেস্ক:
বুন্দেসলিগার ম্যাচে স্টুটগার্টকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর দিনের অপর খেলায় ফ্রেইবার্গকে ৩-১ গোলে হারিয়েছে আরেক ফেভারিট বরুশিয়া ডটমুন্ড। বায়ার্নের হয়ে গোল করেছেন মারিও গোতজে এবং ফ্রাঙ্ক রিবেরি। অ্যালিনাজ অ্যারেনায় ৭১ হাজার দর্শককে ম্যাচের ২৭ মিনিটে গোল উপহার দেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোলের মালিক জার্মানির তারকা মারিও গোতজে। প্রথমার্ধে এগিয়ে থাকার পর অপর গোলটি আসে ম্যাচের ৮৫ মিনিটে। এবারে গোলদাতা হিসেবে উপস্থিত হন বিশ্বকাপে না খেলতে পারা ফ্রান্সের রিবেরি। আর দিনের অপর ম্যাচে ৮০ হাজারেরও বেশি দর্শককে মাতিয়ে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিক বরুশিয়া। ৩৪ মিনিটে আদ্রিয়ান রামোসের গোলে লিড নেয় বরুশিয়া। এর ১১ মিনিট পরে ব্যবধান দ্বিগুন করেন কাগাওয়া। আর ম্যাচের ৭৮ মিনিটে গোল পান আওবামেয়াং। তবে, ৯০ মিনিটে একটি গোল শোধ করে ফ্রেইবার্গ। দলের হয়ে জার্মানির ডিফেন্ডার অলিভার সর্গ গোলটি করেন। এছাড়া, বায়ার্ন লেভারকুজেন এবং ওয়েডার ব্রেমেনের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। হফেনহামের বিপক্ষে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে উলফসবার্গ। আর শালকেকে ৪-১ গোলে হারায় বরুশিয়া ম্যাগলাবাচ।