বিচারপতিদের কলুষমুক্ত করতেই সংশোধনী -নাসিম

স্টাফ রিপোর্টার:
বর্তমান সরকার বিচারপতিদের কলুষমুক্ত করার জন্যই ষোড়শতম সংবিধান সংশোধন করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। গতকাল দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এবং এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেল লীগ আয়োজিত ‘আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সম্মেলন ১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা বিচারপতিদের সম্মান করি। দু-একজন বিচারপতির কারণে সব বিচারপতির সম্মান যেন নষ্ট না হয় সেজন্য আমরা সংবিধান সংশোধন করছি। এই সংশোধনীর মূল উদ্দেশ্য কলুষমুক্ত বিচার অঙ্গন। এসময় তিনি দাবি করে বলেন, আমাদের এই সংশোধনীতে জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বদরুদ্দোজা, এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেল লীগ ভারতের সভাপতি ডা.এ.কে.শেঠ। এছাড়া বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলংকার বিভিন্ন ডেলিগেটসরা এতে উপস্থিত ছিলেন।

 

Comments (0)
Add Comment