টসে হেরে ব্যাট করতে নেমে খুলনা ২৪ রানে দুই ওপেনার হারায় তারা। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ৪ ও হাসানুজ্জামান ১৯ রানে ফিরেন। এরপর দলের স্কোরে রান জড়ো করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ইংল্যান্ডের রিকি ওয়েসেলস। দু’জনের দু’টি মূল্যবান ইনিংসের পর শেষের দিকে আরিফুল হকের ২২ বলে ২৬ রানের কল্যাণে লড়াকু স্কোরের পথ পায় খুলনা। ৭ উইকেটে ১৫১ রান।
রিয়াদ ৩টি ছয় ও ২টি চারে ২৬ বলে ৪৪ ও ওয়েসেলস ৪টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৪০ রান করেন। বরিশালের পক্ষে তাইজুল ইসলাম ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৩১ রান করে বরিশাল। অধিনায়ক মুশফিকুর রহিমের ২৩ বলে ৩৫ ও শাহরিয়ার নাফিসের ৩৫ বলে ২৮ রান ছাড়া কেউ দাঁড়াতে পারেনি খুলনার বোলিংয়ের সামনে। ১৯ ওভার ৩ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে খুলনা। শফিউল ৩ ওভার ৩ বল করে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। মোশাররফ হোসেন নিয়েছেন ২ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকবাজ।