বেনাপোলে ১১ বাংলাদেশি নারী, পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলের পুটখালী সীমান্ত পথে অবৈধভাবে পারাপারের সময় ১১ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত শনিবার রাত ৮টায় পৃথক ৩টি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, যশোর এলাকার আব্দুল হাইয়ের ছেলে রায়হান (২৫), মালেকের ছেলে জাহাঙ্গীর বিশ্বাস (৩৫), পাবনার কাদেম আলীর ছেলে উজ্বল (২৭), বেলাল হোসেনের ছেলে সুজন (২৫), ভোলার লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমান (২৬), চাঁদপুরের আলাউদ্দিনের ছেলে হারুন (২৮), নড়াইলের রুস্তম শেখের ছেলে রাসেল (৩০), তার স্ত্রী কুলসুম বেগম (২৪), শিশু মেহেদি হাসান (০৪), শিশু আব্দুর রহমান (০১) ও একই এলাকার সুজন শেখের স্ত্রী কুলসুম বেগম(১৯)। পুলিশ জানায়, পাচারকারীরা সীমান্ত পথে বেশ কিছু নারী, পুরুষকে পারাপার করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়। এসময় ১১ বাংলাদেশি নারী, পুরুষকে আটক করে রাতে থানায় সোপর্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারী আটক হয়নি। আটককৃতদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ চিকিৎসা, ব্যবসা ও কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারত থেকে ফিরছিলেন আবার কেউ ভারতে যাচ্ছিলেন।
বেনাপোল পোর্ট থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি আটককৃতদের ১১ এর খ (অ্যালেভেন্সি) মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গতকাল দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়।

Comments (0)
Add Comment