বেরোবি’তে ভর্তি পরীক্ষা: ভর্তি বাণিজ্যে সহ পশ্ন ফাঁসের অভিযোগ, ফাঁদে পা না দেয়ার আহ্বান উপাচার্যের

তপন কুমার রায়, বেরোবি প্রতিনিধিঃ 

নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষার আজ ৫ মে প্রথম দিনে সকাল সাড়ে ৯ টায় এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর বেলা সাড়ে ১২ টায় বি ইউনিট ও বিকাল সাড়ে তিন টায় সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল ৬ মে সকাল সাড়ে ৯ টায় ডি ইউনিটের পরীক্ষা, বেলা সাড়ে ১২ টায় ই ইউনিট এবং বিকাল সাড়ে তিন টায় এফ ইউনিটের পরীক্ষা নেয়ার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রংপুর শহরের বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এই ভর্তি পরীক্ষা মোট ২০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভর্তিযুদ্ধে ৬ টি অনুষদের আওতাভুক্ত মোট ২১ টি বিভাগে ৯০ হাজার ৪ শত ২ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছে। ৬ টি অনুষদভুক্ত এ ইউনিটে ১৯৫ টি আসনের বিপরীতে ২০,২১৯ জন, বি ইউনিটের ৩৬০ টি আসনের বিপরীতে ২২,৫৮৪ জন, সি ইউনিটের ২৪০ টি আসনের বিপরীতে ১৮,২৬৯ জন, ডি ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে ১০,৭৩৬ জন, ই ইউনিটে ৭০ টি আসনের বিপরীতে ৯,৭৭৫ জন এবং এফ ইউনিটে ৭০ টি আসনের বিপরীতে ৮,৮১৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করেছে।

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি বানিজ্যে সহ প্রশ্ন ফাঁসের অভিযোগ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেধা দিয়ে নয়, টাকার বিনিময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির গ্যারান্টি দিয়ে কাজ করছে বেশ কয়েকটি সংবদ্ধ চক্র । মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনায়াসে ভর্তি পরীক্ষায় কোন রকম অংশগ্রহন করলেই মেরিট লিস্টে নাম থাকবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে এই চক্রগুলো। এভাবে ভর্তির প্রক্রিয়াটি আরো বিশ্বাস যোগ্য করতে এর সাথে স্বয়ং উপাচার্য-এর যোগসূত্র রয়েছে বলেও ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী এবং তাদের অবিভাবকদের বলা হচ্ছে। ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে নাম আনাসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে নগদ লেনদেন সহ বিশ্বাস যোগ্য না হলে প্রয়োজনে ভর্তির পরে চুক্তি মোতাবেক টাকা দেয়া যাবে বলেও জানাচ্ছেন চক্রটি।এছাড়াও এরই মধ্যে রবিবার সন্ধ্যা থেকে মাত্র ২০ হাজার টাকা দিয়ে প্রশ্ন পাওয়া যাচ্ছে বলেও গুজব ছড়িয়েছে।

তবে এই ভর্তি বানিজ্যে সহ প্রশ্ন ফাঁসের অভিযোগ নাকচ করে দিয়ে ভর্তি বাণিজ্যের এমন ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একে এম নূর-উন-নবী।

টাকা দিয়ে ভর্তির গ্যারান্টির ব্যাপারে জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রধান ও উপাচার্য প্রফেসর ড. একে এম নূর-উন-নবী বলেন, আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন এসব চক্রের ফাঁদে পা না দেয়। এভাবে ভর্তি হওয়ার কোন স্কোপ নেই। এই রকম চক্র ও ষড়যন্ত্রকারী পৃথিবীতে আগেও ছিল এখনও থাকবে এটাই স্বাভাবিক।তবে এই চক্রের সাথে কোন ধরনের অর্থের লেনদেন যাতে পরীক্ষার্থীরা না করে তার জন্য আহ্বান করছি।

এছাড়াও প্রশ্ন ফাঁসের কোন ধরনের সুযোগ নাই বলেও জানান তিনি। প্রশ্ন ফাঁসের ব্যাপারে তিনি বলেন, প্রশ্ন ফাঁস হওয়ার বিন্দুমাত্র স্কোপ নেই। অন্যান্য বারের থেকে এ বছর আরো কড়া পদক্ষেপ গ্রহনকরা হয়েছে। যেসব প্রশ্ন পত্র দেখানো হচ্ছে সেসব মূলত ভুয়া প্রশ্নপত্র। তিনি আরও জানান,পরীক্ষায় কোন পরীক্ষার্থী যাতে অসুদপায় অবলম্বন না করে সেজন্য ভ্রাম্যমান আদালত নিযুক্ত থাকবে।

Comments (0)
Add Comment