বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, সোমবার ভর্তি পরীক্ষার ২য় দিনে বিকেল ৪ টা হতে ৫টা পর্যন্ত চলা ৪র্থ শিফটের বি ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ একাডেমিক ভবন হতে মুঠোফোনসহ মিল্টন চন্দ্র রায়কে কক্ষ পরিদর্শক হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কক্ষে নিষিদ্ধ মোবাইল রাখার অপরাধে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় মুঠোফোন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। তাই মুঠোফোন রাখার অপরাধে মিল্টনের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে।