নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,“মননয়ন পত্র বিতরণ ৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এবং জমাদান ৮ জানুয়ারী সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। মননয়নপত্র প্রত্যাহারের তারিখ ১০ জানুয়ারি সকাল ১১ থেকে দুপুর ২ পর্যন্ত। প্রার্থীদের চুড়ান্ত তালিকা এবং প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ ১০ জানুয়ারি বিকাল ৪ টায় ।এতে মোট ভোটার সংখ্যা ১৫৫ জন”।
৩ সদস্য বিশিষ্ট নির্বাচন এ কমিশনে নির্বাচিত কমিশনার হলেন ড.মো: রুহুল আমিন ও ড.মো: নজরুল ইসলাম।
উল্লেখ্য যে,নির্বাচন কমিশন সচিবালয় থেকে সদস্য পদের জন্য ৬০০ টাকা ও অন্যান্য পদের জন্য ৮০০ টাকা নগত জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে মননয়নপত্র সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বিডিপত্র/আমিরুল