বেড়ায় যানবাহনের হাইড্রলিক হর্নের উচ্চশব্দে অতিষ্ঠ জনজীবন

বেড়া প্রতিনিধি, পাবনা:
শব্দদূষণ রোধে প্রশাসনিক কোন ব্যবস্থা না থাকায় পাবনার বেড়ায় প্রচার মাইক ও যানবাহনের হাইড্রলিক হর্নের ব্যবহার মাত্রা ছাড়িয়ে গেছে। উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শব্দ দূষণের কারণে উচ্চরক্ত চাপ, অনিদ্রা, শ্রবণশক্তি হ্রাস, মনোসংযোগ কমে যাওয়া, মাথা ধরা, খিটখিটে মেজাজ, বিরক্তিবোধ, পেটে সমস্যা এমনকি অস্বাভাবিক আচরণের মতো মনোদৈহিক নানান সমস্যার সৃষ্টি হয়ে থাকে। শব্দদূষণ রোধে ২০০৬ সালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করা হলেও তার কোন প্রয়োগ না থাকায় দিন দিন শব্দদূষণ বেড়েই চলছে। জানা গেছে, মানবদেহে শব্দের সহনশীল মাত্রা হচ্ছে ৫০ ডেসিবেল থেকে ৭০ ডেসিবেল পর্যন্ত। কিন্তু বেড়ায় শব্দের মাত্রা মাপার কোন ব্যবস্থা না থাকলেও যানবাহনের হাইড্রলিক হর্ণের মাত্রা যদি ১২০ থেকে ১৮০ ডেসিবেল হয়ে থাকে তাহলে বেড়া পৌর বাজারে যে শব্দে মাইকে প্রচার চালানো হচ্ছে সে শব্দের মাত্রা ২০০ ডেসিবেল এর চেয়ে অনেক বেশী। সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসা প্রতিষ্ঠান, হকারদের প্রচার মাইকের নিয়ন্ত্রণহীন শব্দে উপজেলাবাসী অতিষ্ঠ হয়ে পড়লেও শব্দদূষণ রোধে প্রশাসনিক কোন ব্যবস্থা না থাকায় বেড়া উপজেলাবাসী এর কবল থেকে রক্ষা পাচ্ছে না। ফলে বেড়া উপজেলাবাসী প্রচার মাইকসহ সবধরনের উচ্চশব্দ চালিত যানগুলির শব্দ সহনশীল রাখার জন্য প্রশাসনের যথাযথ উদ্যোগ কামনা করছে।

Comments (0)
Add Comment