বন্দরনগরী চট্টগ্রামের তিন পোল এলাকায় হাতবোমা ফাটিয়ে পালানোর সময় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে ধরে গনপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে জনতা। আটক হাবিব হোসেন (২২) চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। কোতোয়ালি থানার এসআই কামরুজ্জামান জানান, গত কাল বেলা পৌনে ১টার দিকে নগরীর কোতোয়ালি থানার তিন পোল এলাকায় এ ঘটনা ঘটে। “রিয়াজউদ্দিন বাজার থেকে ৩/৪ জন যুবক বেরিয়ে তিন পোল এলাকায় এসে তিনটি হাতবোমা ফাটায়। এ সময় জনতা ধাওয়া দিয়ে শিবিরকর্মী হাবিবকে আটক করে এবং পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।” আহত হাবিবকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই কামরুজ্জামান জানান।