ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ফ্যালকাও দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক:
রাদামেল ফ্যালকাও এবং জেমস রদ্রিগেজকে অন্তর্ভুক্ত করে কলম্বিয়া ফুটবল ফেডারেশন শুক্রবার ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। মায়ামিতে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাম পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় বিশ্বকাপ মিস করার পর কলম্বিয়া দলে ফিরলেন ফ্যালকাও। গত ২২ জানুয়ারি ফ্রেঞ্চ কাপের ম্যাচে ইনজুরিতে পড়েন মোনাকোর হয়ে খেলা এ তারকা খেলোয়াড়। যে কারণে নিজ ক্লাবের হয়ে মৌসুমের বেশিরভাগই মাঠের বাইওে কাটাতে হয় তাকে। যদিও এ মাসেই ক্লাবের হয়ে খেলার জন্য ফিরেছেন তিনি। বিশ্বকাপ কোয়ার্টারফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া- ব্রাজিল। অবশ্য নিজ মাঠে সে ম্যাচে জয়ী হয়েছিল ব্রাজিল। বিশ্বকাপ দলের ২১ সদস্যকেই ২৩ সদস্যের দলে জায়গা দিয়েছেন কোচ হোসে পেকারম্যান।

দল :
গোলরক্ষক : ডেভিড ওসপানিয়া, ক্যামিলো ভার্গাস।
ডিফেন্ডার্স : পাবলো আরমেরো, ক্যামিলো জুনিগা, ক্রিস্টিয়ান জাপাতা, এডার আলভেজ বালান্টা, সান্তিয়াগো আরিয়াস, কার্লোস ভালদেস।
মিডফিল্ডার্স : আবেল আগুইলার, ফ্রেডি গুয়ারিন, হুয়ান গুইলারমো গুয়ার্দাদো, হামেস রদ্রিগেজ, আলডো লিও রামিরেজ, কার্লোস সানচেজ, আলেক্সান্ডার মেইয়া, হুয়ান ফার্নান্দো
কুইন্টেরো, এডউইন ভ্যালেন্সিয়া, কার্লোস কারবোনেরো।
ফরোয়ার্ডস : জ্যাকসন মার্টিনেজ, কার্লোস বাক্কা, টিওফিলো গুতিয়েরেজ, আদ্রিয়ান রামোস, ভিক্টর ইবার্বো, রাদামেল ফ্যালকাও, লুইস মুরিয়েল।

Comments (0)
Add Comment