স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের নতুন উঠতি তারকা গ্যাব্রিয়েল গ্যাবিগোলকে ধরা হচ্ছে ব্রাজিলের ভবিষ্যত রবিনহো। আর ভবিষ্যতের এ তারকার সঙ্গে নিজেদের চুক্তির মেয়াদ বাড়াচ্ছে সান্তোস। ৩০ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির তারকা রবিনহো বর্তমানে ধারে সান্তোসে খেলছেন। গ্যাব্রিয়েলের ম্যানেজার ওয়েঙ্গার রিবেরিও এবং সান্তোসের ডিরেক্টর আন্দ্রে জানোত্তা জানিয়েছেন চুক্তির ব্যাপারে সমস্ত কাজ ইতোমধ্যেই এগিয়ে গেছে। রিবেরিও বলেন, ‘গ্যাব্রিয়েলের ব্যাপারে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে সান্তোস। আমরা ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। তার সঙ্গে পরের বছরের সেপ্টেম্বর পর্যন্ত নবায়নকৃত চুক্তির মেয়াদ হতে পারে।’ সান্তোসের হয়ে ২৭ ম্যাচ খেলা ব্রাজিলের এ আশ্চর্য বালকের বয়স এখন ১৮ বছর। আর এ বয়সেই তিনি বার্সালোনার মতো বড় ক্লাবের প্রধানের দৃষ্টিতে পড়েছেন। তাকে ক্লাবে ভেড়াতে আগ্রহও প্রকাশ করেছিল কাতালানরা। তবে, বার্সা গ্যাব্রিয়েলকে চুক্তির ব্যাপারে এখনও কিছু জানায়নি। মাত্র ৮ বছর বয়সে গ্যাব্রিয়েল সান্তোসের জুনিয়র দলে নাম লেখান। ২০১৩ সালে ফ্লামেঙ্গোর বিপক্ষে লিগের ম্যাচ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে তার অভিষেক ঘটে। পরের বছরের ১৮ জানুয়ারী তিনি অভিষেক গোল করেন পিরাসিসাবার বিপক্ষে। ২০১৪ সালের ১ ফেব্র“য়ারী গ্যাব্রিয়েল সান্তোসের ১২,০০০তম গোলটি করেন। ক্লাব চ্যাম্পিয়নশিপের সে টুর্নামেন্টে তিনি সাত গোল করে সকলকে তাক লাগিয়ে দেন। সিরি আ’তে রেসিফের বিপক্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের এই সদস্য প্রথম গোল করেন এ বছরের ২০ এপ্রিল।