স্পোর্টস ডেস্ক:
হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান ব্রাজিলের ফরোয়ার্ড রবিনহো। হাল্ক চোট পাওয়ায় তাকে দলে নিয়েছেন দ্বিতীয়বার কোচের দায়িত্ব নেওয়া ডুঙ্গা। গুজব উঠেছে আসন্ন প্রীতি ম্যাচে রবিনহোকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে যাচ্ছেন কোচ। অবশ্য তাকে দলপতি হিসেবে দায়িত্ব দেওয়ার পেছনে যুক্তিও রয়েছে, চোটের জন্য মাঠের বাইরে নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা। আরো দু-একটি অপশন রয়েছে কোচের কাছে। তারপরও অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে সাবেক রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। অধিনায়কের দায়িত্ব সম্পর্কে ৩০ বছর বয়সী রবিনহো বলেছেন, ‘যদি কোচ আমাকে অধিনায়কের দায়িত্ব দেন আমি প্রস্তুতি আছি। যদিও দলে আরো অপশন রয়েছে। বিশেষ করে নেইমার বা ডেভিড লুইও এই দায়িত্ব নিতে পারেন।’ ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ডুঙ্গা যখন ব্রাজিলের কোচ তখন তার পছন্দের খেলোয়াড় ছিলেন রবিনহো। বর্তমানে তিনি সান্তোসে খেলছেন।