শোরহ্যাম বিমানবন্দর থেকে এয়ার শো পরিচালনা করা হচ্ছিল। হঠাৎ একটি বিমান মাটির দিকে নেমে আসে এবং কয়েকটি প্রাইভেটকারের ওপর বিধ্বস্ত হয়। এতে প্রচণ্ড শব্দ হয় এবং আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে।
তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
হকার হান্টার একধরনের ছোট যুদ্ধবিমান। ১৯৫০-এর দশকে ব্রিটেন এই শ্রেণির বিমান তৈরি। এক সিটের দ্রুতগতির এই বিমান দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা সহজ।
এদিকে স্লোভাকিয়ায় বৃহস্পতিবার এয়ার শো চলাকালে দুই বিমানের সংঘর্ষে নিহত হয় সাতজন। গত শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগোয় সামরিক বাহিনীর প্যারাস্যুট শো চলার সময় একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হলে একজন নিহত হয়।
বাংলাদেশেরপত্র/এডি/আর