খালেদুর রহমান ,ফরিদপুর ঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩০ মার্চ ২০১৭ ইং তারিখ ০১৩৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ০৯(নয়)টি পেট্রোল বোমাসহ মোঃ ইয়াছিন প্রামানিক (৩৪) নামে একজন আসামী গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায় মোঃ ইয়াছিন প্রামানিক তার প্রাক্তন স্ত্রী লিটাকে কৌশলে ফাঁসাতে গিয়ে নিজে লিটার বাড়ীর ছাদে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু রেখে আসে। উল্লেখ্য, মোঃ ইয়াছিন প্রামানিক (৩৪), পিতা-মোঃ আব্দুল হক প্রামানিক, সাং-খাটরা, থানাঃ-ভাঙ্গা, জেলাঃ-ফরিদপুর এর সাথে ভাঙ্গা থানার লিটা, পিতাঃ মৃত হাবিবুর রহমান, সাং-পশ্চিম হাসানদিয়া, থানাঃ-ভাঙ্গা, জেলাঃ-ফরিদপুর এর সাথে আনুমানিক ০৬ বছর আগে বিবাহ হয়েছিল। দাম্পত্য কলহের কারণে গত ০১ বছর পূর্বে উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় এবং লিটার মা মোঃ ইয়াছিন প্রামানিক এর বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে। এতে ক্ষুব্দ হয়ে প্রাক্তন স্ত্রী লিটা এবং তার মাকে ফাঁসাতে কৌশলে লিটার বাসায় ছাদে ০৯(নয়)টি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু রেখে আসে এবং র্যাবকে অবহিত করে। উক্ত খবরের প্রেক্ষিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন পশ্চিম হাসানদিয়া সাকিনস্থ লিটার বাসার (মোঃ ইয়াসিন প্রামানিক এর প্রাক্তন স্ত্রী) ছাদের উপর হতে ০৯(নয়)টি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত বোমা সাদৃশ্য বস্তু সম্পর্কে সন্দেহের উদ্রেক হলে সংবাদদাতা মোঃ ইয়াসিন প্রামানিককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে এবং এক পর্যায়ে তিনি স্বীকার করেন প্রাক্তন স্ত্রী লিটা ও তার মাকে ফাঁসাতে কৌশলে লিটার বাসায় ছাদে তিনি নিজেই পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু রেখে আসে।
এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।