ভারতীয় ফুটবলের পুনর্জন্ম

স্পোর্টস ডেস্ক: শুরুর আগেই হইচই ফেলে দিয়েছে আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ)। যে টুর্নামেন্টে ক্রিকেট-বলিউড মিলে মিশে একাকার হয়ে গেছে। কোন দলের মালিক মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার আবার কোন দলের মালিক বলিউড হার্টথ্রব রণবীর কাপুর কিংবা অভিষেক বচ্চন। এই যেমন অ্যাটলেটিকো ডি কলকাতার অন্যতম মালিক প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাক্সগুলী। ইতিমধ্যে অ্যাটলেটিকো ডি কলকাতা দলকে অনুশীলনের জন্য পাঠানো হয়েছে স্পেনে। কেন সেখানে পাঠানো হয়েছে সেই ব্যাখ্যা দিতে গিয়ে সৌরভ বলেন, ‘বড় ফুটবলারদের সঙ্গে খেললে মানসিকতার উন্নতি হয়। মনস্তত্বে প্রভাব পড়ে। এজন্যই আমরা কলকাতাকে স্পেনে অনুশীলন করতে পাঠিয়েছি।’ আইএসএল বড়সড় পরিবর্তন ঘটাতে যাচ্ছে ভারতীয় ফুটবলে এমনটাই বিশ্বাস ‘টিম ইন্ডিয়া’র ভেতরে আগ্রাসী ভাব জন্ম দেওয়া সৌরভের, ‘আমার বিশ্বাস, আইএসএলের মাধ্যমে ভারতীয় ফুটবলের পুনর্জন্ম হবে।’ এরই মাঝে দলগুলোর বিদেশী ফুটবলাররা ভারতে আসতে শুরু করেছে। দিল্লি ডাইনামোসের সঙ্গে যোগ দিয়েছেন ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো। মার্কো মাতেরাজ্জি তাবু গেড়েছেন চেন্নাই টাইটানসে। মুম্বাইয়ে যোগ দিয়েছেন ফরাসি তারকা নিকোলাস আনেলকা। গোয়ার কোচের ভূমিকায় যুক্ত হয়েছেন ব্রাজিলের ‘সাদা পেলে’ জিকো।

Comments (0)
Add Comment