আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে শনিবার ভোরে এক সড়ক দুর্ঘনায় ২১ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। হিন্দু তীর্থযাত্রী বোঝাই একটি ভ্যান একটি সেতু থেকে উল্টে নদীতে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানান। ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বিখ্যাত তিরুপতি-তিরুমালা মন্দিরে তীর্থ করে ফেরার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই ভ্যানে থাকা সকলে মারা গেলেও ১২ বছর বয়সী এক বালক অলৌকিকভাবে বেঁচে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই’র খবরে বলা হয়, ‘ধারণা করা হচ্ছে ওই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে গোদাবরি নদীতে পড়ে যায়।’ তিনি আরো বলেন, ‘দুর্ঘটনাস্থলে পানির গভীরতা অনেক কম ছিল।’
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ মর্মান্তিক দুর্ঘনায় টুইটারে গভীর শোক প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ এক্ষেত্রে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদান করছে।
নাইডু বলেন, এ দুর্ঘটনায় ২১ তীর্থযাত্রীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এতে বেঁচে যাওয়া একমাত্র বালকের চিকিৎসা চলছে।