ভারত ও পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছেই

পাকিস্তানে মৃতের সংখ্যা সর্বশেষ ২শ’ ছাড়িয়ে গেছে। বন্যার পানিতে সেখানে তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি এবং কৃষি জমি। পাকিস্তান শাসিত কাশ্মির ও পাঞ্জাব প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের কারণে আকস্মিক এ বন্যা দেখা দেয়।

ওদিকে, ভারত-শাসিত কাশ্মীরেও কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। বেশির ভাগ মানুষই ভেসে গেছে পানির তোড়ে।

কাশ্মিরে ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় হাজার হাজার মানুষ আটকা পড়ে বিচ্ছিন্ন অবস্থায় সঙ্কটজনক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। শ্রীনগরের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফোন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে অনেক মানুষ নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন।

দুটি দেশই দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবিলা করছে। বন্যা দুর্গতদের ত্রাণ সরবরাহের জন্য দু’দেশের নেতারাই একে অপরের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন।

Comments (0)
Add Comment