ভিক্টোরিয়া আজারেঙ্কার সম্ভাবনা শেষ


স্পোর্টস ডেস্ক:
একজন ক্রীড়াবিদের জাতশত্র“ ইনজুরি। আর ইনজুরিটা বলে-কয়ে আসে না। সেখানে সব সম্ভাবনা শেষও হয়ে যেতে পারে। ওই ইনজুরি নামক ব্যাধিতে কাতর ভিক্টোরিয়া আজারেঙ্কা। ঠিক কবে ফিরবেন কোর্টে তা এখনও অন্ধকার-ধূসর। সর্বশেষ খবর এখন ইনজুরির কারণে অবসরে সময় পার করতে হবে তাকে। ইনজুরি পায়ের পাতার সঙ্গে গোল বেঁধেছে পুরানো ব্যথা হাঁটুতেও। অনুশীলনকালে বেজায় চোট অনুভব করছিলেন। সেই কারণেই কালক্ষেপণ না করে আজারেঙ্কার স্পষ্ট ঘোষণা– ‘এই মৌসুমে কোর্টে নামার সম্ভাবনা কম।’ এক সময়ের টেনিসের রানীখ্যাত ভিক্টোরিয়া আজারেঙ্কা অর্থাৎ সাবেক টেনিসের নাম্বার ওয়ান জানিয়েছেন, ‘দুর্ভাগ্য আবার সঙ্গী হয়েছে আমার। সেই কারণে এই মৌসুমের বাকি আসর থেকে নাম কেটে নিচ্ছি।’ বলাবলির সংকীর্ণতার চাদর সরিয়ে তিনি আরও বলেছেন, ‘সারা বছরই আমাকে শরীর ফিট রাখার জন্য কাজ করে যেতে হবে। আমি ধীরে ধীর কোর্টে ফেরার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু পারলাম না।’ এই বেলারুশি টেনিস কন্যা ২০১২ এবং ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা হাতে তুলে ডানা মেলে আকাশে ভেসেছেন। এক সময় সবাইকে টপকে চলে গিয়েছেন শীর্ষাসনে। এখন অবস্থান ২৫-এ। শুধু পায়ের পাতায়ই নয়, আজারেঙ্কা ব্যথা অনুভব করছেন হাঁটুতেও। এরপরও সাহসের সমুদ্র অবগাহন করে তিনি বেজায় মনোযোগে চালিয়ে যাচ্ছিলেন অনুশীলন। সেখানে যখন চোট অনুভব করছিলেন তখন ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন-প্রাঞ্জল টেনিসে যখন পা ফেলতে কষ্ট তখন আপাতত ইস্তফা। মননশীলতার অবারিত টেনিসমনকে ইনজুরি নামক সংকীর্ণতার গণ্ডিতে বেঁধে ফেলতে বাধ্য হয়েছেন তিনি।

Comments (0)
Add Comment