ভূমিকম্পনে পানি স্বর্ণে রূপান্তরিত হয়!

অনলাইন ডেস্ক


ভূমিকম্পের ফলে পানি রূপান্তরিত হয় স্বর্ণে। এমনটা দাবি করেছেন অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্র কম্পনের ফলে ভাঙা পাথরের মধ্যে তরল ধাতু চাপে ও তাপে স্বর্ণে রূপান্তিরত হয়। নেচার জিওসায়েন্সে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে কীভাবে তরল পদার্থ কঠিন ধাতুতে পরিণত হয়েছে।

বিশেষজ্ঞরা আরও দাবি করেছেন, পৃথিবীর মোট স্বর্ণের ৮০ শতাংশ ভূমিকম্পের ফলে তৈরি হয়েছে। তিন বিলিয়ন বছর আগে ভূমিকম্পে অনেক নদীর পানি পর্বত তৈরির সময় প্রবল চাপে ধাতুতে রূপান্তিরত হয়।

Comments (0)
Add Comment