মগবাজারে বাসচাপায় দুই ভাইয়ের মৃত্যু, চালক আটক

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মগবাজার চৌরাস্তায় প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাসচাপায় নির্মাণাধীন ফ্লাইওভারের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক মঞ্জুর হোসেন (২০)। শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন- মাজেদুল মণ্ডল (২২) ও তার ছোট ভাই আসাদুল মণ্ডল (১৬)। তারা বগুড়া জেলার ধুনট থানার বড় চাপড়া গ্রামের আতা মণ্ডলের ছেলে। আহত মঞ্জুর বাড়িও একই গ্রামে। তার বাবার নাম দুলু মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের সহকর্মী নির্মাণ শ্রমিক শাহীন জানান, তারা তিব্বত কলোনির লালমাঠ এলাকায় থাকেন। অন্যান্য দিনের মতো সকালে মগবাজার পাম্পের সামনে ফ্লাইওভারের কাজে যান তারা। “আমি একটু দূরে ছিলাম। এসময় একটি বেপরোয়া বাস এসে তিনজনকে চাপা দেয়”- বলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হলে পথে মাজেদুল ও আসাদুলের মৃত্যু হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, প্রভাতী-বনশ্রী পরিবহনের বাসটি গুলিস্তান থেকে মহাখালী যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিন নির্মাণ শ্রমিককে চাপা দেয়। এ ঘটনায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Comments (0)
Add Comment