মজনু খ্যাত নায়ক হিরণ চক্রবর্তী এখন ঢাকায়


বিনোদন ডেস্ক:
কলকাতার প্রতিশ্র“তিশীল নায়ক হিরণ এখন ঢাকায়। গতকাল সকালে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। অনন্য মামুন পরিচালিত একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য তার ঢাকায় আসা। উঠেছেন রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন টালিগঞ্জের আলোচিত ছবি ‘মজনু’ খ্যাত নায়ক হিরণ চক্রবর্তী। অনন্য মামুন পরিচালিত নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করবেন তিনি। ছবির নায়িকা সহ অন্য কোন কিছুই এখনও চূড়ান্ত হয়নি। হিরণ ‘নবাবনন্দিনী’ ছবির মাধ্যমে টালিগঞ্জে পা রাখেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ‘চির সাথী’, ‘মাচো মাস্তানি’, ‘মন যে করে উড়– উড়–’ এবং ‘লে হালুয়া লে’ এবং ‘মজনু’।

Comments (0)
Add Comment