মলের গন্ধে ফিরতি পথে প্লেন!

আন্তর্জাতিক ডেস্ক:

যাত্রী কেবিনের টয়লেট থেকে আসা মলের গন্ধে অস্বস্তিকর পরিস্থিতি সামলাতে না পেরে প্লেন নিয়ে ফিরতি পথ ধরলেন পাইলট। আর এতে প্রায় ১৫ ঘণ্টা যাত্রা বিরতিতে পড়তে হলো যাত্রীদের। জানা যায়, ব্রিটিশ এয়ারওয়েজের বিএ১০৫ প্লেনটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে উড়াল দেয়। দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়নের ত্রিশ মিনিট পর প্লেনের পাইলটের নাকে মলের গন্ধ আসতে থাকে। বিষয়টি পরীক্ষার জন্য তিনি প্লেনের সিনিয়র কেবিন ক্রুকে অনুরোধ জানান। দশ মিনিট পর যাত্রীদের উদ্দেশ্যে পাইলট বলেন, কেমন যেন গন্ধ নাকে আসছে, তবে এটি কোনো যান্ত্রিক ত্র“টি নয়। এমন পরিস্থিতিতে প্লেনটি হিথরো বিমানবন্দরের দিকে ফের ঘুরিয়ে দেন পাইলট। যেখানে পরবর্তী ফ্লাইটের জন্য ১৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়। যদিও যাত্রীদের হোটেল ভাড়াসহ সংশ্লিষ্ট খরচ কর্তৃপক্ষই বহন করে।

Comments (0)
Add Comment