ইউসুফ অালী সুমন,নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাচারী, ঘুষখোর, দূর্নীতিবাজ নির্বাহী অফিসার জেবুন নাহার এর অপসরণের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার প্রাণকেন্দ্র মাছ চত্তর মোড়ে ‘মহাদেবপুর সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এ সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুদরতী খুদা সোহাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বাক কাওসার আলী, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রাজু,আজমেদ, ঠিকাদার গোলাম রাব্বানি, মৎস্যজীবি জামান, ছাত্রলীগ নেতা রাসেল, যাহিদ, আহসান হাবীব প্রমূখ। বক্তারা বলেন, ইউএনও জেবুন নাহার উপজেলার দায়িত্ব ভার নেওয়ার পর থেকেই নিয়মিত অফিস না করা, প্রতিটি কাজের ফাইল সহী করতে গেলে ৫ শতাংশ কমিশন চাওয়া এবং সর্ব ক্ষেত্রে সাধারণ মানুষ কোন কাজে গেলে নানা রকম হয়রানীর স্বীকার হতে হয়। এ সকল বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন কাজ হয়নি। ইউএনও যতদিন অপসারণ না হবে ততদিন পর্যন্ত অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন চলতেই থাকবে। কর্মসূচীকালীন সময় মাছ চত্তর চারমাথায় বিশাল যানজটের সৃষ্টি হলে সাধারণ মানুষ ভোগান্তির স্বীকার হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার বলেন, যাদের ইন্ধনে এই মানববন্ধন তারা ইঞ্জিনিয়ারিং অফিসের নিয়মিত ঠিকাদার। ২০১৬-১৭ অর্থ বছরের এডিপি রাজস্ব খাত থেকে যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলো টেন্ডার পেয়েছে মেসার্স তরফদার, মেসার্স উল্লাস, স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার এর ছেলের মেসার্স বিসমিল্লাহসহ ৫টি ঠিকাদার প্রতিষ্ঠান। সরেজমিনে কাজগুলো দেখার পর সন্তোসজনক ও মানসম্মত না হওয়াই পুনরায় কাজ সংশোধন করতে বলা হয়। এ অবস্থায় বিলটি পাশ করানোর জন্য এ বিক্ষোভ ও মানববন্ধন। এদিকে,স্বেচারিতা,ঘোষখোর, দূনীর্তিবাজ মহাদেবপুরের নির্বাহি অফিসার জেবুন নাহারের অপসারণ চাই তাঁর ছবি সন্মনিত পোষ্টার উপজেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে লাগানো হয়। পোষ্টারে পোষ্টারে ছেয়ে যায় উপজেলার বিভিন্ন স্থান। পরিশেষে ছাত্রলীগের সহসভাপতি কুদ-ইতি খুদা সোহাগ ঘোষখোর দূনীর্তিবাজ ইউএনও”র অপসারণ না হওয়া পর্যন্ত ৪দিন সময় বেধে দেন এবং ৪ দিন পর অপসারণ না হলে লাগাতার সকড় অবরোধ ও মান্ববন্ধন চলবে বলে তিনি জানান।