মহান বিজয় দিবস উপলক্ষে সিআরএ‘র আলোচনা সভা অনুষ্ঠিত

এম.আর.মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম):

পেশাদার ও একঝাঁক তরুণ মেধাবী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় সিআরএ কার্যালয়ে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিআরএ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএ এর সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ হুমায়ন কবির,মা’ই টিভির ব্যুরো প্রধান মোঃ নুরুল কবির, দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক ও প্রকাশক আল মামুন।

সাংবাদিক আমিনুল হক শাহীন এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলয়াত ও শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন এর মাধ্যমে অনুষ্ঠান পর্ব শুরু হয়।

সভায় অতিথিরা মহান বিজয় দিবসে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে আমরা মানচিত্র পেয়েছি। কিন্তু স্বাধীন বাংলাদেশে বৈষম্য ছিলো, এর বিরুদ্ধে ২০২৪ এ ছাত্র জনতা আন্দোলন করেছে। এই বিজয় কে ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার ৫৩ বছর আমরা এখনো প্রতিনিয়ত সংগ্রাম করছি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, যুগ্ন সম্পাদক আব্দুল কাদের রাজু,অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ,প্রচার সম্পাদক এম.আর মিলন,ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ,সহ অর্থ সম্পাদক মোঃ এবাদুল,অপরাধ বিচিত্রার মফস্বল সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম। সদস্য মোঃ শাকিল,রুমেন চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment