মহামারী ইবোলা ভাইরাসের কারনে নাইজেরিয়ার সব স্কুল বন্ধ ঘোষণা

পশ্চিম ‍আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু, চিকিৎসকসহ প্রায় দেড় হাজার মানুষ মারা গেছেন।

ভাইরাসটি যেন নাইজেরিয়ায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে দেশটির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এদিকে, ইবোলা ভাইরাস মোকাবেলায় সংশ্লিষ্টদের প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বের কথা বলেছেন দেশটির শিক্ষামন্ত্রী।

ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে নাইজেরিয়ার এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। ভাইরাসটি সংক্রমণে গায়ানা, লাইবেরিয়া এবং সিরেয়ালিওনে এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

এ ভাইরাসে আক্রান্ত হওয়া দুই হাজার ৬১৫ জনের মধ্যে অর্ধেকের বেশি মানুষ মারা গেছেন। 

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় চলতি বছরের জুলাইয়ে প্রবেশ করে ইবোলা ভাইরাস।

Comments (0)
Add Comment